ইকনা- উট মরু প্রান্তরের অনন্য প্রাণী, যাকে ‘মরুভূমির জাহাজ’ বলা হয়। কঠিন পরিবেশে বেঁচে থাকার অসাধারণ ক্ষমতা, দীর্ঘ সময় পানিবিহীন চলতে পারা এবং ভারবাহী পশু হিসেবে এর ব্যবহার মানবসভ্যতার ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। শুধু পরিবহন নয়, উটের দুধ, মাংস, চামড়া ও পশমও মানুষের জীবনে অমূল্য অবদান রাখে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উটের বিস্ময়কর গঠনশৈলীর ইঙ্গিত করে বলেন, ‘তারা কি উটের দিকে তাকায় না, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে?’
14:14 , 2025 Sep 27