ইকনা- সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ি আজ রাতে টেলিভিশন ভাষণে বলেন, আমেরিকার সঙ্গে আলোচনা বর্তমান মার্কিন প্রেসিডেন্টের জন্য উপকারী, কারণ এর মাধ্যমে সে নিজের হুমকিকে কার্যকর দেখাতে এবং ইরানকে আলোচনার টেবিলে বসাতে চাইছে। কিন্তু ইরানের জন্য এই আলোচনা পরমাণু ইস্যু ও সম্ভবত অন্য ইস্যুতেও একেবারেই অচলাবস্থা।
12:42 , 2025 Sep 24